দরবারে আউলিয়া মহান সুরেশ্বর দরবার শরীফ

মাহতারাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু । অগণিত হামদ এবং শোকরানা সেজদা পেশ করছি আল্লাহ্ রাব্বোল এজ্জতের বারেগাহে, অগণিত ছালাত ও ছালামের নযরানা নিবেদন করছি ছরওয়ারে দো’আলম নবীয়ে দোজাহাঁ হযরত মোহাম্মাদুর রাছুলোল্লাহ্ ছাল্লালাহু আলাইহে ওয়া ছাল্লামের নূরোন আলা-নূর কদমপাকে, অসংখ্য দরূদ, ফাতেহা ও এখলাছ এর নযরানা নিবেদন করছি হযরত শাহানশাহে ত্বরিকৎ কোতবোল এরশাদ ছোলতানোল আউলিয়া মাওহেদীন ওয়াল কামেলীন ও আশেকীন হযরত মাওলানা শাহ্ সূফী আহম্মদ আলী জানশরীফ শাহ্ বাবা সুরেশ্বরী (রঃ) এর খেদমতে। আমাদের ক্বেবলায়ে দিল, ক্বাবায়ে জান, মোর্শেদে বরহক্ মাওলানা শাহ্ সূফী বাবা জালাল নূরী ক্বেবলায়ে ক্বাবা (রঃ) এর নূরী পাক চরণে অগণিত ছালাম, দরূদ ও ফাতেহার নযরানার সাথে ভক্তি নিবেদন করছি তাঁর অফুরন্ত এনায়েতের জন্য।

শাহ্ সূফী সাইয়েদ আলম নূরী আল্ সুরেশ্বরী

মোন্তাজীমে গদীনশীন মহান সুরেশ্বর দরবার শরীফ, নড়িয়া, শরীয়তপুর।

সভাপতি– আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশ।

chwak bazar sureshwari khanka

খানকায়ে সুরেশ্বরী

খাজা সুপার মার্কেট, চকবাজার। 

সাপ্তাহিক মাহফিলঃ বাদ আসর, প্রতি বৃহঃস্পতিবার ।

bage sureshwari masik mahfil

বাগে সুরেশ্বরী

কুচিয়ামারা, কেরানিগঞ্জ। 

মাসিক মাহফিলঃ বাদ আসর, প্রতি মাসের ৯ তারিখ ।

nure jalaliya astana

সুরেশ্বরী নূরী জালালিয়া আস্তানা শরীফ

সুরেশ্বর, শরীয়তপুর

কালামে সুরেশ্বরী

হযরত সুরেশ্বরী ক্বিবলা কা’বা ছিলেন অত্যন্ত বুৎপত্তিময় কবি ও লেখক। তাঁহার রচিত বাংলা ও উর্দু কিতাবগুলি মারেফত রাজ্যের এক বিশাল ভান্ডার। গ্রন্থসমূহ রচনায় জলের মত তিনি ব্যবহার করিয়াছেন আরবী-ফার্সী-উর্দু এবং বাংলা ভাষাকে। বাংলায় রচিত কিতাবসমূহে যেমন মরমী মুর্শীদী কাব্যের সহজ ও সরলতম বুলি অর্নগল বলিয়া গিয়াছেন তেমনি উর্দু ভাষায়ও সুকঠিন বিষয়াদিকে বয়ান করিয়াছেন সাবলীল গতিতে। সুরেশ্বরী ক্বিবলা কা’বার গদ্য ও পদ্য সাহিত্যেও ফুল বাগীচায় পদচারণা করিলেই মনে হয় রুমী-তাবরীজি-সিরাজীর গজল সামায় জলসা বসিয়াছে। এই গ্রন্থগুলো পাঠকালে পাঠককে এলমে মারেফতের তত্বময়তার কথা স্মরণ করাইয়া দেয়। মারেফতের নিগুড় রহস্যময় এই ধরনের কিতাব বাংলা ভাষায় নিতান্তই দুর্লভ। হযরত সুরেশ্বরী ক্বিবলা উর্দু এবং ফার্সী ভাষার উপর অতিশয় পান্ডিত্য অর্জন করিয়াছিলেন। উর্দু ভাষায় রচিত তাহার কিতাবগুলি হাকিকত ও তাছাউফের এক অমূল্য রত্নখনি। যে কোন লেখকের পক্ষেই এই ধরনের তথ্যময় কিতাব লিখা শুধু দুঃসাধ্যই নয় রীতিমত অসম্ভব। এশ্কে ইলাহীতে ফানা হইয়া মারেফতের সকল স্তর পার হইয়াই শুধু এই গ্রন্থগুলিই লিখা সম্ভব কেননা তাঁহার রচিত সমস্ত কিতাব সমূহই ইলহামের মাধ্যমে নির্দেশিত ছিল। কিতাব রচনাকালেও তাঁহার অসংখ্য কারামত মানুষ প্রত্যক্ষ করিয়াছে। একবার তিনি রাত্রিকালে মোমবাতি জ্বালাইয়া হুজরা খানায় বসিয়া কিতাব লিখিতেছিলেন। হঠাৎ করিয়াই খাদেম সাহেবের মনে পড়িল যে মুর্শিদ ক্বিবলার আলো জন্য কোন অসুবিধা হইতেছে কিনা খোজ নেওয়া দরকার। তিনি হুজরা খানার ভিতরে উকি দিয়া দেখিলেন যে হযরতের বাম হাতের তর্জনী দিয়া আলো বিচ্চুরিত হইতেছে এবং সেই আলোতেই বাবা জানশরীফ শাহ্ সুরেশ্বরী (রাঃ) কিতাব রচনা করিতেছেন। কখনো কখনো অন্ধকার ঘরে বসিয়াও তিনি কিতাব রচনা করিতেন।  তাঁহার কলম ও কাগজের খস্ খস্ শব্দ শুনিয়া ভক্ত ও খাদেমগণ কিতাব রচনার বিষয়ে অনুমান করিতে পারিতেন।

কুদরতি পাথর মোবারক

হযরত সুরেশ্বরী ক্বিবলা কা’বার পবিত্র রওজা মোবারক সম্মুখে সংলগ্ন পূর্বপার্শ্বে চারিপাশ খোলা ছোট্ট ঘরের মধ্যে যে দুইটি বৃহদাকৃতির পাথর দেখিতে পাওয়া যায় ইহাই জীবন্ত পাথর মোবারক। বাবা জানশরীফ শাহ্ সুরেশ্বরী হযরত শাহ আরেফীন শাহ্ (রাঃ) এর রওজা মোবারকে জিয়ারত করিতে গেলে সেইখান হইতে তিনি তাঁহার পাঞ্জাবীর পকেটে করিয়া এই পাথর দুইটি আনিয়াছিলেন। কালক্রমে শরীর বৃদ্ধি পাইয়া পাথর মোবারকদ্বয় বর্তমানে বৃহদাকার ধারণ করিয়াছে।হযরত জালাল নূরী (রাঃ) আফিআনহু এর মুরীদ স্বণামধন্য কবি ও গীতিকার জনাব সিরাজুল ইসলাম প্রথম যেইবার দরবার শরীফে আগমন করেন (তখন তিনি মুরিদ হন নাই) সেইবার গভীর রাতে সুরেশ্বরী বাবার রওজা মোবারকে জিয়ারত করিবার মানসে গেলে তিনি বিশেষ এক রকমের জিকিরের আওয়াজ শুনিতেছিলেন। চারিদিকে তিনি অত্যন্ত মনযোগ সহকারে আওয়াজের উৎস খুজিতে লাগিলেন। কিন্তু কোথাও ইহার সন্ধান পাইলেন না। হঠাৎ পাথর মোবারকের দিকে দৃষ্টি যাইতেই তাহার সর্বাঙ্গ শিহরিয়া উঠিল। তিনি স্পষ্টই বুঝিতে পারিলেন যে এই জায়গা হইতেই জিকিরের আওয়াজ আসিতেছে। তিনি আরও নিকটবর্তী হইলে বিশেষ জিকিরের ধ্বণি আরও পরিস্কার হইয়া গেল। অতঃপর তিনি ভয় বিহ্বল চিত্তে পাথর মোবারকের গায়ে তাহার হাত দুইটি দ্বারা স্পর্শ করিলেন, সমগ্র স্বত্তা দিয়া তিনি অনুভব করিলেন যে পাথর মোবারক দুইটি জিকিরের তালে তালে থির থির করিয়া কাপিতেছে  (সোবহানাল্লাহ্)। ইহা ছাড়াও পাথর মোবারকের অসংখ্য কারামত প্রকাশ পাইয়াছে। দরবার শরীফে আগত আশেক ও ভক্তগণ তাহাদের রোগ-শোক, বালা-মছিবত হইতে পরিত্রান পাইবার নিমিত্তে পাথর মোবারকের গায়ের ধুলি শরীরে মাখিয়া  থাকে, ভক্তি ভরিয়া চুম্বন করিয়া থাকে, কাঁচা দুধ দ্বারা গোসল দেয় এবং তৈল মালিস করিয়া থাকে। ইহাতেই আল্লাহর ইচ্ছায় আরোগ্য লাভ করে

হযরত সুরেশ্বরী ক্বিবলা কা’বার রওজা শরীফের উত্তর সংলগ্ন যে দালানটি অবস্থিত  উহাই দ্বায়রা শরীফ নামে পরিচিত। হযরত সুরেশ্বরী ক্বিবলা (রাঃ) ‘দ্বায়রায়ে  আহম্মদীয়া’ নামে এই দ্বায়রা শরীফ  স্থাপন করিয়াছেন। হযরত সুরেশ্বরী বাবা তাঁহার  প্রথম জীবনে এই ঘরেই জেকেরের মাহ্ফিল অনুষ্ঠিত করিয়াছিলেন। তখন ঘরটি  টিনের ছিল পরবর্তিতে তাহা দালানে রূপান্তরিত হয়। উল্লেখ্য যে, ময়মনসিংহ জেলার  একজন পূণ্যবতী ও ভক্ত মহিলা এই দালানটি নির্মাণ করাইয়া দিয়াছেন।

এই দ্বায়রা শরীফের অভ্যন্তরে একটি কোঠায় পাঁচটি আসন সংরক্ষিত রহিয়াছে। এই পাঁচটির মধ্যে একটি বাদশাহী তখ্তের অনুরূপ বৃহদাকার আসন। এই আসনটি সর্বশেষ নবী হযরত রাসূলে করিম (সাঃ), হযরত মুসা (আঃ), হযরত ঈসা (আঃ) এবং হযরত দাউদ (আঃ) এর রূহানীর সাথে সম্পর্কযুক্ত। ইহাছাড়া বাকী চারটি আসন, হযরত বড় পীর গাউছুল আজম, মাহ্বুবে ছোবহানী শেখ আব্দুল কাদের জিলানী (রাঃ), হযরত খাজায়ে খাজেগাঁ গরীব নেওয়ায মঈনুদ্দিন চিশ্তি (রাঃ), হযরত শেখ আহ্মদ ছেরহেন্দী এমামে রাব্বানী মোজাদ্দেদ আল ফেছানী (রাঃ) এবং নক্শেবন্দী বাবা বাহাউদ্দিন (রাঃ) এর সাথে রূহানী সম্পর্কযুক্ত। ইহা ব্যতীতও এই হুজরা শরীফের সহিত হযরত সুলতানে বেলায়েতে-বাংলা অর্থাৎ বেলায়েত সম্রাট শাহ্ জালালউদ্দীন ইয়েমনী ও সিলেটি (রাঃ), হযরত শাহ্ বদিউদ্দীন কোতএব মাদার (রাঃ) ও হযরত শাহ্ বু’আলী কলন্দও পানিপথী (রাঃ) এর রূহানী সম্পর্ক ও বিদ্যমান রহিয়াছে। এই জন্যই স্বয়ং সুরেশ্বরী ক্বিবলা কা’বা (রাঃ) এই হুজরা শরীফে মা ফাতেমা (রাঃ), ঈমাম সাহেবদ্বয় ও হযরত আলী (আঃ) এর নজর নেয়াজ অর্পণ করিতেন এবং অন্যান্য বিপন্ন ব্যক্তিদেরও অর্পণ করিতে বলিতেন।

পবিত্র দ্বায়রা শরীফ

পবিত্র আশা মোবারক

কলিম শাহ তোরণ

পবিত্র আসন মোবারক

ফেসবুক পেজ

বাৎসরিক উরস শরীফ

 বাবা জালাল নূরী ক্বেবলা কা’বা (রঃ) এর প্রতিষ্ঠিত 

দরবেশী সম্মেলন

১৮, ১৯ ও ২০ জৈষ্ঠ্য

বাবা শাহ্ নূরী ক্বেবলা কা’বা (রঃ) এর

পবিত্র ওফাৎ দিবস

উপলক্ষে উরসঃ ৪ঠা ও ৫ই ভাদ্র

 

বাবা জালাল নূরী ক্বেবলা কা’বা (রঃ) এর

পবিত্র জন্মদিন

উপলক্ষে উরসঃ ৭ ও ৮ই কার্তিক

বাবা সুরেশ্বরী ক্বেবলা কা’বা (রঃ) এর

মহা পবিত্র জন্ম ও ওফাৎ দিবস

উপলক্ষে উরসঃ ১ লা, ২রা ও ৩রা অগ্রহায়ণ

বাবা জালাল নূরী ক্বেবলা কা’বা (রঃ) এর

পবিত্র ওফাৎ দিবস

উপলক্ষে উরসঃ  ২৪ ও ২৫ ও শে ফাল্গুন

পবিত্র নিশান মোবারক
উত্তোলন

৫ই মাঘ

বাবা সুরেশ্বরী ক্বেবলা কা’বা (রঃ) এর প্রতিষ্ঠিত

বাৎসরিক উরস শরীফ

উপলক্ষে উরসঃ ১৮, ১৯ ও ২০ শে মাঘ

দরবারের গুরুত্বপূর্ণ ভিডিও

বাবা সুরেশ্বরী (রহঃ) এর পবিত্র মাজার শরীফ।
জেয়ারতে দরগাহ্ হযরত ফতেহ আলী ওয়াইসী
তেলাওয়াতে নুরেহক্ক গঞ্জেনূর
বাবা সুরেশ্বরীর জীবন কথা ১ম অংশ
বাবা সুরেশ্বরীর জীবন কথা ২য় অংশ
রাসুলেনোমা শাহ্ সূফী ফতেহ্ আলী ওয়াইসী (রহঃ) পবিত্র জীবনী মোবারক
বাবা জালাল নূরী (রহঃ) এর নসিয়ত
বাবা জালাল নূরী (রহঃ) এর জীবন কথা
বাবাজানের কন্ঠে মিলাদ শরীফ
কোরান হাদিসের আলোকে গান-বাজনা, জিকির, পীর-মুরিদী, মাজার এ মানত, তাজিমী সিজদাহ, মিলাদ-ক্বিয়াম
সফরে তরিকৎ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত